ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাটলারের ব্যাটিং ঝড়ে রাজস্থানের দ্বিতীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। রাজস্থান রয়েলসের হয়ে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন ইংল্যান্ডের এই ওপেনার। তার ব্যাটিং ঝড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে জয় লাভ করে রাজস্থান।

দলের জয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন বাটলার। চলতি আইপিএলে রাজস্থানের এটা দ্বিতীয় জয়। হ্যাটট্রিক পরাজয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে জয় পায় রাজস্থান।

এরপর টানা দুই ম্যাচে হেরে যাওয়া আজিঙ্কা রাহানের দলটি শনিবার নিজেদের সপ্তম ম্যাচে দ্বিতীয় জয় পায়। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আট বলের দধ্যে সপ্তম স্থানেই পড়ে রইল রাজস্থান।

ছয় ম্যাচ খেলে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কোহলির বেঙ্গালুরু। আর ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালান বাটলার। সেই ম্যাচে ৪৩ বলে ১০ চার ও দুই ছক্কায় ৬৯ রান করেন রাজস্থানের এই ওপেনার।

এরপর বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৩ বল খেলে আট চার ও এক ছক্কায় করেন ৫৯ রান। তার ব্যাটে ভর করে জয়ে ফেরে রাজস্থান।

শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ব্যাটিংয়ে ঝড় তোলেন বাটলার। মুম্বাইয়ের ঘরের মাঠে ৪৩ বলে সাত ছক্কা ও আটটি চারের সাহায্যে ৮৯ রান করেন বাটলার। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শনিবার আইপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। আগে ব্যাট করে উদ্বোধনীতে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে আউট হন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। জাফ্রা আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ৩২ বলে ৪৭ রান করেন রোহিত।

রোহিতের বিদায়ের পর সময়ের ব্যবধানে উইকেট হারায় মুম্বাই। তবে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান কুইন্টন ডি কক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা কক ফেরেন ইনিংস শেষ হওয়ার ৯ বল আগে। তার আগে ৫২ বলে ছয়টি চার ও চার ছক্কায় করেন ৮১ রান। তার অনবদ্য ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই।

টার্গেট তাড়া করতে নেমে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনে ব্যাটিংয়ে নামা সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ফের ব্যাটিং তাণ্ডব চালান জস বাটলান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ইংলিশ এই ওপেনার সেঞ্চুরির পথেই ছিলেন।

কিন্তু দীপক চাহারের গুগলি বিভ্রান্ত হওয়ার আগে ৪৩ বলে সাত ছক্কা ও আটটি চারের সাহায্যে করেন ৮৯ রান। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ১১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাটলার।

শেষ দিকে ৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় রাজস্থান। যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার বোলিং তোপের মুখে পড়ে যাওয়া দলটিকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্রেয়াশ গোপাল। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ দিকে তার দায়িত্বশীলতায় ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় রাজস্থান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাটলারের ব্যাটিং ঝড়ে রাজস্থানের দ্বিতীয় জয়

আপডেট সময় ০৮:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। রাজস্থান রয়েলসের হয়ে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন ইংল্যান্ডের এই ওপেনার। তার ব্যাটিং ঝড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে জয় লাভ করে রাজস্থান।

দলের জয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৮৯ রান করেন বাটলার। চলতি আইপিএলে রাজস্থানের এটা দ্বিতীয় জয়। হ্যাটট্রিক পরাজয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে জয় পায় রাজস্থান।

এরপর টানা দুই ম্যাচে হেরে যাওয়া আজিঙ্কা রাহানের দলটি শনিবার নিজেদের সপ্তম ম্যাচে দ্বিতীয় জয় পায়। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আট বলের দধ্যে সপ্তম স্থানেই পড়ে রইল রাজস্থান।

ছয় ম্যাচ খেলে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কোহলির বেঙ্গালুরু। আর ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ক্রিস গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালান বাটলার। সেই ম্যাচে ৪৩ বলে ১০ চার ও দুই ছক্কায় ৬৯ রান করেন রাজস্থানের এই ওপেনার।

এরপর বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৩ বল খেলে আট চার ও এক ছক্কায় করেন ৫৯ রান। তার ব্যাটে ভর করে জয়ে ফেরে রাজস্থান।

শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ব্যাটিংয়ে ঝড় তোলেন বাটলার। মুম্বাইয়ের ঘরের মাঠে ৪৩ বলে সাত ছক্কা ও আটটি চারের সাহায্যে ৮৯ রান করেন বাটলার। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শনিবার আইপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। আগে ব্যাট করে উদ্বোধনীতে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে আউট হন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। জাফ্রা আর্চারের বলে বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেয়ার আগে ৩২ বলে ৪৭ রান করেন রোহিত।

রোহিতের বিদায়ের পর সময়ের ব্যবধানে উইকেট হারায় মুম্বাই। তবে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান কুইন্টন ডি কক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা কক ফেরেন ইনিংস শেষ হওয়ার ৯ বল আগে। তার আগে ৫২ বলে ছয়টি চার ও চার ছক্কায় করেন ৮১ রান। তার অনবদ্য ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই।

টার্গেট তাড়া করতে নেমে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেরেন রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনে ব্যাটিংয়ে নামা সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে ফের ব্যাটিং তাণ্ডব চালান জস বাটলান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ইংলিশ এই ওপেনার সেঞ্চুরির পথেই ছিলেন।

কিন্তু দীপক চাহারের গুগলি বিভ্রান্ত হওয়ার আগে ৪৩ বলে সাত ছক্কা ও আটটি চারের সাহায্যে করেন ৮৯ রান। দুর্দান্ত খেলা সত্ত্বেও মাত্র ১১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাটলার।

শেষ দিকে ৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় রাজস্থান। যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার বোলিং তোপের মুখে পড়ে যাওয়া দলটিকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্রেয়াশ গোপাল। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ দিকে তার দায়িত্বশীলতায় ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় রাজস্থান।