অাকাশ জাতীয় ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. শহীদুল ইসলাম নূরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।
রবিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হন ড. নূরী। টিউমার থেকে এক পর্যায়ে মাথায় ক্যান্সার ধরা পড়ে। গত দুই বছরে মাথার টিউমার সারাতে প্রায় ৬টি অপারেশন করা হয়।
সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের আইসিইউতে নেয়া হয়। আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৮৬ সালে ভর্তি হওয়া ১ম ব্যাচের ছাত্র ছিলেন।
১৯৯৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে অধ্যাপক পদে পদন্নোতি পান।
তার জামাতা ড. কামরুল হাসান জানান, ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে নামাজে জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের আরাজি কেশোরবাড়িতে নেয়া হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















