অাকাশ জাতীয় ডেস্ক:
আজ রবিবার সন্ধায় মাগরিবের নামাজের পর চাঁদপুর -১ কচুয়া সংসদীয় আসনে ড.মহিউদ্দিন খান আলমগীর ও আলহাজ্ব মোঃ গোলাম হোসেন ভাই অর্থাৎ দুজনকে একই আসনে আপাতত মনোনীত করায় রহিমানগর বাজারে ফুটপাতে দাড়িয়ে সাবেক তুখোড় প্রবাসী যুবলীগ নেতা আক্তার হোসেন রানা আলহাজ্ব মোঃগোলাম হোসেন ভাইয়ের নৌকায় মার্কায় মনোনয়ন প্রাপ্তির খুশিতে চা পান রত অবস্থায় লোকজনের সাথে ভোটের আলোচনা করছিলো।
এমতাবস্থায় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সেখানে আকস্মিক উপস্থিত হয়ে রানাকে ধাক্কা দিলে উপস্থিত জনতা শিশির সাহেবের উপর চড়াও হয় এবং ছাত্রলীগ নেতা বাঁধনের গায়ে হাত দিলে বাঁধনও শিশিরকে চড় মেরে দেয়। জনতা আরো উদ্যত হলে চেয়ারম্যান সাহেব জনতার কাছে মাপ চেয়ে তরিগড়ি করে চলে যান।
আকাশ নিউজ ডেস্ক 
























