অাকাশ জাতীয় ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হলেন অত্র বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষক মহিবুর রৌফ শৈবাল। মঙ্গলবার থেকে তিনি এই নতুন দায়িত্ব পালন করছেন।
জামালপুরে জন্ম নেয়া শৈবাল একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিশ্বদ্যিালয়ে পড়াকালীন তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
ছাত্রাবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকালে তিনি রাজনৈতিক মঞ্চে ছাত্রলীগের হয়ে সাহসী ভূমিকা রাখেন।
ছোটবেলায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে বিকশিত করেন। স্কুলে পড়াকালীন সময়েই মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন।
এরপর কলেজ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলতে থাকে সেই প্রচেষ্টা। ছাত্রাবস্থায় কাব স্কাউট ও রেডক্রিসেন্ট-এর কার্যক্রমেও অংশ নেন।
কলেজে পড়ার সময় জামালপুর থিয়েটার ও বহুরুপী থিয়েটারের মাধ্যমে মঞ্চে অভিনয় করেন। স্নাতকোত্তর সমাপন করে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগে দীর্ঘ সময় প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ডকুড্রামা, তথ্যচিত্র এবং থিয়েটার উন্নয়নের কাজ করে যাচ্ছেন মহিবুর রৌফ শৈবাল।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও সাংস্কৃতিক দর্শনকে ধারন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান সম্মত সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরনে কাজ করতে চাই।
রৌফ শৈবাল বলেন, উন্নত দেশ ও দক্ষ জাতি গঠনে নিয়োজিত থেকে বিশ্ববিদ্যালয়ের সুনামকে বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যেতে নেতৃত্বদান যেন করতে পারি-এটাই প্রত্যাশা আমার।
আকাশ নিউজ ডেস্ক 






















