অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে নির্মাণাধীন পাঁচতলা একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। তিনতলা নকশার অনুমোদিত ভবনে পাঁচতলা করার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার বিকাল ৪টার দিকে নগরীর কলাবাগান এলাকার ওই ভবনের দ্বিতীয়তলায় ফাটল দেখা দেয়। বসবাসরতরা ইতিমধ্যে ওই ভবনটি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে ভবনে ফাটল দেখার পরপরই সেখানে বসবাসরতরা আতঙ্কিত হয়ে পড়েন। পাশাপাশি নির্মাণাধীন ওই ভবনের পাশে বসবাসরতরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। যে কোনো সময় ভবনটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
প্রতিবেশীদের অভিযোগ, ভবনটির মালিক ওই এলাকার ফজলুর রহমান পলাশের স্ত্রী রোজিনা খাতুন হিরা। তিন বছর আগে হিরা ভবনটির নির্মাণকাজ শুরু করেন। এর আগে ভবনটির স্থানে ছোট পুকুর ছিল। পুকুরটি আবর্জনা দিয়ে ভরাট করা হয়। তাছাড়া তিনতলা ভবন নির্মাণের অনুমতি পেলেও সেখানে কোনো ধরনের পাইলিং ছাড়া পাঁচতলা ভবন নির্মাণ শুরু করেন। বর্তমানে ভবনটির শেষ তলার নির্মাণকাজ চলছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ বন্ধের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে নির্দেশ দেয়া হলেও তা চালু রাখা হয়। এ জন্য ২০১৬ সালে কারণ দর্শানোর নোটিশ দেয় আরডিএ। তবে নোটিশের কোনো জবাব দেননি নির্মিত ভবনের মালিক রাজিয়া খাতুন হিরা।
তবে অভিযোগের ব্যাপারে কথা বলতে চাননি বাড়ির মালিক রোজিনা খাতুন হিরা। নকশাবহির্ভূতভাবে বাড়ি নির্মাণের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে বুধবার বিকালে ফায়ার সার্ভিস ও রাজশাহী সিটি করপোরেশন ভবন পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। তার আগে থেকেই সরে যেতে শুরু করেন ভবনের বাসিন্দারা।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ভবনটি পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ ওই ভবনটি পুকুর ভরাট করে গড়ে তোলা হয়। তিনতলার অনুমোদন নিয়ে পাঁচতলা নির্মাণ করা হচ্ছিল। মাইকিং করে সেখানে বসবাসরতদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























