অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের ইন্দুরকানীতে স্থানীয় জনগণ তিন ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। মঙ্গলবার রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে এই ঘটনা জানাজানি হলে পার্শ্ববর্তী গ্রামের কুয়ারদাও থেকে মোড়েলগঞ্জ উপজেলার পুটিয়াখালি গ্রামের মফেজ উদ্দিনের ছেলে দেলোয়ার সরদার (৩৭) ও পিরোজপুর সদর উপজেলার ভাইজোরা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হোসেন রানাকে (৩৫) স্থানীয় জনতা আটক করে। পরে পুলিশকে খবর দিলে ডাকাতদের থানায় নিয়ে যায়।
এছাড়া পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার আবেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
স্থানীয় যুবক কবির হোসেন জানায়, ওই রাতে মোবাইল ফোনের মাধ্যমে ডাকাতির সংবাদ জানতে পেলে আমরা লোকজন নিয়ে ওই বাড়িতে ধাওয়া দিয়ে জাহাঙ্গীরকে ধরে ফেলি।
বাড়ির মালিক বাবুল হোসেন জানান, আমাদেরকে মারধর করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























