অাকাশ জাতীয় ডেস্ক:
১৫ই আগষ্ট ছিলো জাতীয় শোক দিবস। কর্মসূচীর প্রথমেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকলের প্রতি বিনম্রশ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে ফুল দেয়ার মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা করেন।
ঢাকা-১৫ আসনে সারাদিন ব্যাপি ৫০/৬০টি স্থানে গাজী মেজবাউল হোসেন সাচ্চু নিজে নেতা কর্মীদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন। খোজ-খবর নিয়েছেন সাধারন জনগণের। বরাবরই গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র একটি সুনাম শোনা যায় যে, তিনি তৃনমূলের প্রিয় নেতা। তার কাছে গরীব-অসহায় সাধারণ জনগণের প্রাধান্য বেশী। সরেজমিনে দেখা যায় তিনি যেখানে যান সেখানে সাধারণ জনগণ স্বতষ্ফূর্তভাবে এগিয়ে আসেন তার সাথে দেখা করতে। আরো জানা যায় ঢাকা- ১৫ আসনের আসন্ন নির্বাচনে সাধারণ জনগণ তাকেই জনপ্রতিনিধি হিসেবে চান।
ঢাকা-১৫ আসনের বিভিন্ন কার্যালয় ও স্থানে যেমন- কাফরুল, মিরপুর, উত্তর কাফরুল স্কুল, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, তামান্না কমপ্লেক্স,ইব্রাহিমপুর বাজার,কাফরুল থানার দক্ষিণ পাশ, সরকারি আয়ুর্বেদীক কলেজ,ইব্রাহিমপুর বাজার, শেওড়া পাড়া, কাজীপাড়া প্রাইমারি স্কুলের মাঠ, মণিপুর স্কুল এর সামনের ৬০ ফুট রাস্তা,বি আর টি এর সামনে, ডেসকো শ্রমিকলীগ, গোপালগঞ্জ সমিতি, হারমানমেইনার স্কুলের সামনে,মিরপুর ১৪ মোড়, মিলি সুপার মার্কেট , কাফরুল থানা শ্রমিকলীগ, ১৬নং ওয়ার্ড কমিশনার অফিসের সামনে, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাফরুল থানা ছাত্রলীগ, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, কাফরুল থানা স্বেচ্ছাসেবকলীগ, সরকারি হোমিওপ্যাথিক কলেজ সহ আরও অসংখ্য জায়গাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

অতিবৃষ্টি উপেক্ষা করে এসব স্থানে গরীব দুঃখী মানুষের মধ্যে খাবার বিতরণ ও দোয়া পাঠ করেন তিনি।
গাজী মেজবাউল হোসেন সাচ্চু বিভিন্ন স্থানে বক্তব্য দেন, তার বক্তব্যের মূল কথা ছিলো একটাই- ‘বঙ্গবন্ধুর খুনিরা যে সকল দেশে লুকিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেয়া হোক।’
সে সময় তার সাথে উপস্থিত ছিলেন – নাজমুল আলম ভুইয়া জুয়েল (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগ আওয়ামীলীগ), ইসহাক মিয়া (সাবেক সভাপতি ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর), দেলোয়ার হোসেন চৌধুরী (সভাপতি মহানগর শ্রমিকলীগ),ইসমাইল হোসেন (সভাপতি ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ), ডন (সাধারণ সম্পাদক ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ), নুরুল ইসলাম (সভাপতি, ১৬ নংওয়ার্ড আওয়ামীলীগ), আজগর আলী (সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ)।
আরও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন (সাবেক সভাপতি তিতুমীর কলেজ ছাত্রলীগ), ডাঃ সারোয়র জাহান জুয়েল (সাবেক জি এস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ), সালাউদ্দিন তালুকদার (যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিকলীগ, ঢাকা মহানগর উত্তর)।
এছাড়াও রকিবুল ইসলাম (সাবেক সহ -সভাপতি মহানগর ছাত্রলীগ), মাহিন (সাধারণ সম্পাদক, কাফরুল থানা ছাত্রলীগ), ডাঃ গালিব, রবিন, শাহিন , রুহুল আমিন, সাঈদ খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
গতকালকের এসব কর্মসূচীতে বিপুল সংখ্যক জন সমাগম লক্ষনীয় ছিলো। কর্মসূচীতে আসা একজন সাধারন নাগরিক সোহাগ রহমান ব্রেকিং নিউজ২৪ কে জানান- ‘দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষের সুখে দুঃখে পাশে থাকার কারণে সাচ্চু ভাই আমাদের সবার ভালবাসা বরাবরই পেয়ে এসেছেন, আগামীতেও পাবেন।
মিরপুর কাফরুলের স্থানীয় জনগণ ভালবেসে তাকে ‘মিরপুরের মাটি ও মানুষের নেতা’ বলে ডাকেন। মিরপুর কাফরুল এলাকায় আওয়ামীলীগের যে কোন সভা সমাবেশে সবচেয়ে বেশী জনসমাগম হয় সাচ্চু ভাই এর যে কোন কর্মসূচীতে।’
আকাশ নিউজ ডেস্ক 




















