আকাশ বিনোদন ডেস্ক:
গত কোরবানির ঈদে মুক্তির আওয়াজ তুলেছিল শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিটি।
সে সময় একেবারে শেষ মুহূর্তে এসে সরে যায়। এরপর ১২ অক্টোবর আবারও মুক্তির কথা বলা হয়।
কিন্তু তখনও আলোর মুখ দেখেনি এ ছবি। একাধিক তারিখ পরিবর্তন করে অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও অধরা খান।
কয়েকদিন আগে থেকে ছবিটির প্রচারণাও চলছে। ছবিটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘সুন্দর একটি গল্প নিয়ে এটি তৈরি হয়েছে। আশা করছি ছবিটি দেখে দর্শক নিরাশ হবেন না।’
অধরা খান বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। আমার অভিনীত প্রথম ছবির মতো এটিও দর্শক সানন্দেই গ্রহণ করবেন।’ এ ছবি ছাড়াও একই পরিচালকের ‘পাগলের মতো ভালোবাসি’ নামে আরও একটি ছবিতে কাজ করছেন অধরা খান।
এ ছবিটির শুটিং শেষে এখন সম্পাদনার কাজ চলছে। এছাড়াও ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘ড্রিমগার্ল’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে সাইমন সাদিকও কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























