অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেট নগরীতে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন।
নিহত হুসাইন আল জাহিদ (২২) নগরীর তেররতন এলাকায় আবুল কালামের ছেলে।
ওসি জানান, সন্ধ্যায় উপশহর এলাকার তিব্বিয়া কলেজের সামনে দিয়ে যাবার পথে কয়েকজন কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আক্তার বলেন, কী কারণে জাহিদ খুন হয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অভ্যন্তরীণ বিরোধে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























