অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজার এলাকা থেকে ২২ হাজার মার্কিন ডলারসহ তরিকুল ইসলাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার ভৈরবা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত তরিকুল ইসলাম উপজেলার ভৈরবা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বিপুল পরিমাণ বিদেশি ডলার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ভৈরবা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাজার থেকে মহেশপুরগামী বাস থেকে তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার পায়ের স্যান্ডেলের ভিতর লুকিয়ে রাখা ২২ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তরিকুল ভারত থেকে ডলারগুলো এনেছিলেন মহেশপুর শহরে কাউকে দেয়ার জন্য। ধারণা করা হচ্ছে তিনি ডলার পাচারের সঙ্গে জড়িত। উদ্ধার করা ডলারের মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৭ লাখ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























