আকাশ স্পোর্টস ডেস্ক:
পিছিয়ে গেল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স নিলামের তারিখ। এর আগে নিলামের সময় নির্ধারণ করা ছিল আগামী ২৫ অক্টোবর। কিন্তু পিছিয়ে নেওয়া হয়েছে ২৮ অক্টোবর।
আগামী চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেটি ঢাকায় হলেও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামে। যার জন্য বিসিবির সকল কর্মকর্তা চট্টগ্রামে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন। সেই জন্যই মূলত বিপিএলের নিলামের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র।
উল্লেখ্য, আগাম বছরের ৫ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। ইতিমধ্যে রিটেইন খেলোয়াড়দের তালিকাও জমা দিয়ে ফেলেছে দলগুলো। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর প্লেয়ার্স ড্রাফটে নিজেদের খেলোয়াড় নিয়ে দল গুছিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো।
আকাশ নিউজ ডেস্ক 

























