অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে নৌকার পক্ষে নিরসলভাবে পরিশ্রম করে বিজয়ী করায় রাজশাহীর সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার দুপুরে মহানগরীর উপশহরের নিজ বাসভবনের পাশে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমি মেয়র থাকাকালে রাজশাহীর সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন প্রাণোচ্ছ্বল ছিল। ছিল প্রাণবন্ত। কিন্তু গত ৫ বছরে সবকিছু স্থবির হয়ে পড়ে। আমি আপনাদের সহযোগিতা ও ভোটে আবারো মেয়র নির্বাচিত হয়েছি। এখন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন আবার প্রাণোচ্ছ্বল-প্রাণবন্ত হবে।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ৮৫ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছিল। কিন্তু কাজ করতে না পারায় সেই বরাদ্দ ফেরত গেছে। আগামীতে স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নীত করব। জাতীয় পর্যায়ের খেলা রাজশাহীতে আনা হবে। এ জন্য দুটি পাঁচ তারকা মানের হোটেল করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আপনারা সবাই দোয়া ও সহযোগিতা করবেন, যাতে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম আবু বক্কর বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পণ্ডিত অমরেশ রায়, ভাষাসৈনিক আবুল হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব রফিউস শামস প্যাডী।
আকাশ নিউজ ডেস্ক 
























