আকাশ স্পোর্টস ডেস্ক:
চলতি মৌসুমে ঘরোয়া লিগে পিএসজি ও জুভেন্টাসের জয়রথ ছুটছেই। বুধবার ঘরের মাঠে রেইমসকে ৪-১ গোলে হারিয়ে ফরাসি লিগে সাত ম্যাচের টানা সপ্তম জয় তুলে নিয়েছে পিএসজি।
একইদিনে সেরি-এ লিগে জুভেন্টাস পেয়েছে টানা ষষ্ঠ জয়। পাওলো দিবালা ও ব্লেইস মাতুইদির গোলে বোলোগনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে তুরিনের বুড়িরা। নিজে গোল না পেলেও মাতুইদির গোলটি বানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ওদিকে ফরাসি লিগে দুই ম্যাচ পর আবারও গোলের দেখা পেয়েছেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। তবে রেইমসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও পিএসজির দাপুটে জয়ের নায়ক এডিনসন কাভানি।
জোড়া গোল করেছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। অপর গোলটি টমাস মুনিয়ের। ফরাসি লিগে এই প্রথম মৌসুমের প্রথম সাত ম্যাচে জিতল পিএসজি।
আকাশ নিউজ ডেস্ক 
























