ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল

জাদু দেখাবেন সজল, সঙ্গী মম

আকাশ বিনোদন ডেস্ক:

রাফি একজন সাধারণ ম্যাজিশিয়ান। স্বপ্ন দেখে, একদিন সে বড় ম্যাজিশিয়ান হবে। তার মতে, জীবনটাকে জটিল করে দেখার কিছু নেই। ব্যর্থতাও উৎযাপনের একটি বিষয়। অন্যদিকে পুতুল সংসারের দায়িত্ববান মেয়ে। রাফির আপত্তি আছে জেনেও সে তাকে ভালোবাসে। প্রতিদিন রাফির শার্টের পকেটে চিরকুট লুকিয়ে রেখে সে আনন্দ পায়।

কিন্তু রাফির পছন্দ সমাজের বনেদী পরিবারের মেয়ে মডেল শার্লিকে। যে কিনা রাফির দেয়া উপহার প্রত্যাখ্যান করে। হঠাৎই রাফির জীবনের মোড় ঘোরে। জীবনে প্রথম বারের মত সে মঞ্চে জাদু দেখানোর প্রস্তাব পায়। তার জন্য দরকার একজন মডেলের। রাফির সাগরেদ রবি সেই মডেল হিসেবে পুতুলের নাম প্রস্তাব করে।

এক্ষেত্রেও ঘোর আপত্তি রাফির। সে চায় তার মঞ্চের মডেল হবে শার্লি। উচ্চ পারিশ্রমিকের বিনিময়ে শার্লি মডেল হতে রাজি হয়। কিন্তু নির্ধারিত সময়ে পারিশ্রমিকের অগ্রিম টাকার সম্পূর্ণ না পাওয়ায় রাফির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শার্লি। বড় ধাক্কা খায় রাফি। ঠিক তখনই নাটকীয় ভাবে মঞ্চে হাজির হয় পুতুল। রাফি পুতুলকে ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান বলে আখ্যা দেয়।

এত সুন্দর গল্পটি বাস্তবের কোনো ঘটনা নয়। হৃদয় ছুঁয়ে যাওয়া এই কাহিনিটি লিখেছেন মাহমুদ দিদার। সেটিকে নাট্যরূপ দিয়েছেন লিপি নাইচ। নাম রেখেছেন ‘হৃদয় ঘটিত’। যেখানে ম্যাজিশিয়ান রাফি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় নাট্য অভিনেতা আব্দুন নূর সজলকে। পুতুল চরিত্রে রয়েছেন আরেক জনপ্রিয় তারকা জাকিয়া বারী মম। অন্যদিকে শার্লি চরিত্রে আছেন প্রিয়াংকা জামান।

নাটকটির বিষয়বস্তু সম্পর্কে নির্মাতা লিপি আইচ বলেন, ‘আমরা সব সময় চাকচিক্যের প্রতি আকৃষ্ট হই। তার পেছনেই ছুটে বেড়াই। কিন্তু অতি সাধারণের ভেতরেও যে অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে তা আমরা বুঝতে পারি না। এখানে তেমন একটি ভাবনাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

টিএস নূর প্রোডাকশনের প্রযোজনায় ‘হৃদয় ঘটিত’ নাটকটির শুটিং হয় গত জুলাই মাসে। একটু দেরিতে হলেও সেটি আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। ২৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৯টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। যেখানে ম্যাজিক দেখাবেন সজল এবং সঙ্গে থাকবেন মম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাদু দেখাবেন সজল, সঙ্গী মম

আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

রাফি একজন সাধারণ ম্যাজিশিয়ান। স্বপ্ন দেখে, একদিন সে বড় ম্যাজিশিয়ান হবে। তার মতে, জীবনটাকে জটিল করে দেখার কিছু নেই। ব্যর্থতাও উৎযাপনের একটি বিষয়। অন্যদিকে পুতুল সংসারের দায়িত্ববান মেয়ে। রাফির আপত্তি আছে জেনেও সে তাকে ভালোবাসে। প্রতিদিন রাফির শার্টের পকেটে চিরকুট লুকিয়ে রেখে সে আনন্দ পায়।

কিন্তু রাফির পছন্দ সমাজের বনেদী পরিবারের মেয়ে মডেল শার্লিকে। যে কিনা রাফির দেয়া উপহার প্রত্যাখ্যান করে। হঠাৎই রাফির জীবনের মোড় ঘোরে। জীবনে প্রথম বারের মত সে মঞ্চে জাদু দেখানোর প্রস্তাব পায়। তার জন্য দরকার একজন মডেলের। রাফির সাগরেদ রবি সেই মডেল হিসেবে পুতুলের নাম প্রস্তাব করে।

এক্ষেত্রেও ঘোর আপত্তি রাফির। সে চায় তার মঞ্চের মডেল হবে শার্লি। উচ্চ পারিশ্রমিকের বিনিময়ে শার্লি মডেল হতে রাজি হয়। কিন্তু নির্ধারিত সময়ে পারিশ্রমিকের অগ্রিম টাকার সম্পূর্ণ না পাওয়ায় রাফির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শার্লি। বড় ধাক্কা খায় রাফি। ঠিক তখনই নাটকীয় ভাবে মঞ্চে হাজির হয় পুতুল। রাফি পুতুলকে ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান বলে আখ্যা দেয়।

এত সুন্দর গল্পটি বাস্তবের কোনো ঘটনা নয়। হৃদয় ছুঁয়ে যাওয়া এই কাহিনিটি লিখেছেন মাহমুদ দিদার। সেটিকে নাট্যরূপ দিয়েছেন লিপি নাইচ। নাম রেখেছেন ‘হৃদয় ঘটিত’। যেখানে ম্যাজিশিয়ান রাফি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় নাট্য অভিনেতা আব্দুন নূর সজলকে। পুতুল চরিত্রে রয়েছেন আরেক জনপ্রিয় তারকা জাকিয়া বারী মম। অন্যদিকে শার্লি চরিত্রে আছেন প্রিয়াংকা জামান।

নাটকটির বিষয়বস্তু সম্পর্কে নির্মাতা লিপি আইচ বলেন, ‘আমরা সব সময় চাকচিক্যের প্রতি আকৃষ্ট হই। তার পেছনেই ছুটে বেড়াই। কিন্তু অতি সাধারণের ভেতরেও যে অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে তা আমরা বুঝতে পারি না। এখানে তেমন একটি ভাবনাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

টিএস নূর প্রোডাকশনের প্রযোজনায় ‘হৃদয় ঘটিত’ নাটকটির শুটিং হয় গত জুলাই মাসে। একটু দেরিতে হলেও সেটি আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। ২৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৯টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। যেখানে ম্যাজিক দেখাবেন সজল এবং সঙ্গে থাকবেন মম।