অাকাশ জাতীয় ডেস্ক:
পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হতে র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমানেরর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল হক, পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মো. মুসা প্রমুখ।
র্যালিতে মনিপুরী সম্প্রদায়, টুরিস্ট পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























