আকাশ স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপে ফর্মের তুঙ্গে শিখর ধাওয়ান। ভারতীয় এ ওপেনার গ্রুপপর্বে নিজেদের প্রথম খেলায় দুর্বল হংকংয়ের বিপক্ষে ১২৭ রান করেন। এরপর শক্তিশালী পাকিস্তান এবং বাংলাদেশ দলের বিপক্ষে করেন ৪৬ ও ৪০ রান করে। গত রোববার সর্বশেষ ম্যাচে সুপার ফোরের খেলায় পাকিস্তানের বিপক্ষে খেলেন ১১৪ রানের ম্যাচ জয়ী ইনিংস।
চলমান এশিয়া কাপের চার ম্যাচে সর্বোচ্চ দুটি সেঞ্চুরিতে ৩২৭ রান নিয়ে শীর্ষে রয়েছেন ধাওয়ান। ব্যাট হাতে অসাধারণ খেলে যাওয়া ভারতীয় এ ওপেনার গত শুক্রবার বাংলাদেশ দলের বিপক্ষে বিরল নজির স্থাপন করেন।
টাইগারদের বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের ক্যাচ নেন ধারওয়ান। এর আগে উইকেটরক্ষক ছাড়া মাত্র ৬ জন ভারতীয় ক্রিকেটারের এক ম্যাচে ৪টি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছিলেন।
১৯৮৫ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় ৪টি ক্যাচ নিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ১৯৯৭ সালে টরেন্টোতে পাকিস্তানের বিপক্ষে ৪টি ক্যাচ নিয়েছিলেন সাবেক অধিনায়ম মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৯৮ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৪টি ক্যাচ নিয়েছিলেন শচীন টেন্ডুলকার।
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি ক্যাচ নেন রাহুল দ্রাবিড়। ২০০৩ সালে জোহানসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ৪টি ক্যাচ নিয়েছিলেন মোহাম্মদ কাইফ। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভিভিএস লক্ষ্মণ নেন ৪টি ক্যাচ। এবার সেই তালিকায় নাম লেখালেন শিখর ধাওয়ানও।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ৫টি ক্যাচ নেয়ার রেকর্ডটি আছে দিক্ষণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডসের। ফিল্ডিংয়ে অসাধারণ প্রতিভার অধিকারী রোডস ১৯৯৩ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশ: ৪৯.১ ওভারে ১৭৩/১০ (মিরাজ ৪২, মাশরাফি ২৬,মাহমুদউল্লাহ ২৫; জাদেজা৪/২৯, ভুবেনেশ্বর ৩/৩২, বুমরাহ ৩/৩৭)।
ভারত: ৩৬.২ ওভারে ১৭৪/৩ (রোহিত শর্মা ৮৩*, ধাওয়ান ৪০)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
আকাশ নিউজ ডেস্ক 

























