আকাশ আইসিটি ডেস্ক:
জিগমাটেক চায়নার জনপ্রিয় কম্পিউটার কেইস ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। স্বল্প এবং মধ্য বাজেটের কম্পিউটার কেইস ও কুলিং ব্যবহারকারীদের নিকট এই ব্র্যান্ড বেশ জনপ্রিয়।
মূলত সাশ্রয়ীমূল্যে কেইস ও কুলিং সরজ্ঞামাদি প্রস্তুতকারক হিসেবেই সকলের নিকট এই ব্র্যান্ডটি বেশ পরিচিত।
গ্লোবালব্র্যান্ড বর্তমানে নয়টি কেসিং বাজারজাত করেছে। যার মধ্যে এস্ট্রো, প্রসপার, মিসটিক নাইন, হ-থর্ণ এই কেইসগুলো অন্যতম।
এছাড়াও আরজিবি ফ্যান এবং আরজিবি লিকুইড কুলারও পাওয়া যাচ্ছে। প্রসপার এবং মিসটিক নাইন কেইসদুটি টেমপারড গ্লাস এবং আরজিবি ফ্যান সহ পাওয়া যাচ্ছে।
পণ্যগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০০ টাকা থেকে ৮৫০০ এর মধ্যে।
এই কেইস এবং কুলিংগুলো পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যেকোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
আকাশ নিউজ ডেস্ক 

























