আকাশ আইসিটি ডেস্ক:
ব্ল্যাকবেরি আনলো নতুন ফোন। মডেল ‘ব্ল্যাকবেরি কি টু এলই’। বিশ্বের জনপ্রিয় ট্রেড শো আইএফএ-২০১৮ তে এই ফোনটি প্রদর্শন করে ব্ল্যাকবেরি। ৩১ আগস্ট থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে জার্মিনির বার্লিনে। আগামীকাল ৫ সেপ্টেম্বর প্রদর্শনীটি শেষ হচ্ছে।
‘ব্ল্যাকবেরি কি টু এলই’ ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন ৬৩৬ মডেলের প্রসেসর। ডুয়েল ক্যামেরার এই ফোনে কোয়ার্টি কি-বোর্ড রয়েছে। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
এই বছরের শুরুতে বাজারে আসে ব্ল্যাকবেরি কি টু। এবার এলো কি টু এলই। কি টুর চেয়ে কি টু এলই কিছুটা কম দামে পাওয়া যাবে।
ব্ল্যাকবেরি কি টু এলই ফোনটির দাম ৩৯৯ ডলার।
এই ফোনের সামনে একটি ফিজিকাল কোয়ার্টি কি-প্যাড থাকবে। যা আজকাল আর দেখা যায় না। যদি এই ফোনে টাচস্ক্রিন ডিসপ্লেও থাকছে।
ফোনটিতে রয়েছে ৪.৫ ইঞ্চির আইপিএস ফুল এইচডি ডিসপ্লে। ফোনটি পরিচালনার জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫০৯ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
৪ জিবি র্যামের এই ফোনের স্টোরেজ ৩২ ও ৬৪ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ছবি তোলার জন্য ব্ল্যাকবেরি কি টু এলই ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে। সঙ্গে আছে ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ও ডুয়েল টোন ফ্ল্যাশ।
সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ফোরকে ভিডিও করা সম্ভব।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুত গতিতে চার্জ দেয়ার জন্য রয়েছে কুইক চার্জ ৩.০। যার মাধ্যমে সহজেই এই ব্যাটারি চার্জ করা যাবে।
কানেক্টিভিটির জন্য ফোরজি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, গ্লোনাস, ইউএসবি টাইপ সি পোর্ট।
আকাশ নিউজ ডেস্ক 

























