অাকাশ জাতীয় ডেস্ক:
যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বর্তমান সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করতে বদ্ধপরিকর। সোমবার যশোরের চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ‘জন্মাষ্টমী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
হিন্দু ধর্মালম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার, উৎসব সবার’।
তিনি বলেন, শ্রীকৃষ্ণের আজীবন শান্তি, মানব প্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি তার জীবনচারণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তার এক মাত্র লক্ষ। এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তার জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলার রূপকার-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্ষম হব বলে তিনি আশা প্রকাশ করেন।
ধীরেন্দ্রনাথ দের সভাপতিত্বে ও শ্যাম সুন্দর দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এস হাবিবুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান শান্তি মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, মৃধাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, পাতিবিলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু জাফর, হাকিমপুর ইাউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব চুন্নু, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাদনী আক্তার,মহিলা আওয়ামী লীগ নেতা শাহিনা আক্তার শাহিন, নাজনীন নাহার, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল হোসেন,পারভেজ হোসেন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























