অাকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনার মদনে বিদ্যুৎস্পর্শে সুমন নামে এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শহীদ আব্দুল কুদ্দুছ মগড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন (৩৫) পৌরসভার ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরপুর আন্দিবাড়ির সাদিকুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ওই এলাকার আব্দুল হাকিমের নবনির্মিত ভবনের ছাদে রঙমিস্ত্রি সুমন বিদ্যুতের তারে জড়িয়ে অজ্ঞান হয়ে ছাদে পড়ে যায়।
আহতাবস্থায় উদ্ধার করে মদন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মদন থানার ওসি মো. শওকত আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























