ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা যায়, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীকে) আব্দুর রহিম আহমেদ, বিএনপি থেকে বহিষ্কৃত (ধানের শীষ প্রতীকে) এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত (গামছা প্রতীকে) রাহাত হাসান টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া এ পৌরসভায় তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন।

পৌরসভার মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় এ নির্বাচন ঘিরে গ্রামীণ জনপদের সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি ভোটকেন্দ্রে টহল দিচ্ছেন।

উল্লেখ্য, এ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত মেয়রপ্রার্থীর সমর্থনে বিএনপি ২৭ জুন তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিএনপি প্রার্থী এনামুল করিম অটল নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নির্বাচনের আগের দিন ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারায় দলের সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা যায়, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীকে) আব্দুর রহিম আহমেদ, বিএনপি থেকে বহিষ্কৃত (ধানের শীষ প্রতীকে) এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত (গামছা প্রতীকে) রাহাত হাসান টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া এ পৌরসভায় তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন।

পৌরসভার মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় এ নির্বাচন ঘিরে গ্রামীণ জনপদের সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি ভোটকেন্দ্রে টহল দিচ্ছেন।

উল্লেখ্য, এ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত মেয়রপ্রার্থীর সমর্থনে বিএনপি ২৭ জুন তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিএনপি প্রার্থী এনামুল করিম অটল নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নির্বাচনের আগের দিন ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারায় দলের সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।