অাকাশ স্পোর্টস ডেস্ক:
দল গোছানোয় অন্য দল গুলির থেকে একটু পিছিয়ে বিপিএলে চিটাগাং ভাইকিংস। বিশেষ করে ঘরের ছেলে তামিম ইকবাল দল ছাড়ায় হতাশ হয়ে পড়েছে ভাইকিংস। তবে এবার দল গড়তে শুরু করে দিয়েছে তারা। তামিম দল ছাড়ায় এবার অাইকন হিসাবে বেছে নিয়েছে জাতীয় দলের অন্যতম সেরা অপেনার সৌম্য সরকারকে।
এবার সৌম্যের পর তারা দলে নিতে যাচ্ছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে। কোরি অ্যান্ডারসনের সাথে কথা প্রায় পাকাই করে ফেলেছে চিটাগাং। ২-৩ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ভাইকিংস।
আকাশ নিউজ ডেস্ক 
























