অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী। রোববার বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও রোড় এলাকার মথুরাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের ফারুক ও কাউসার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও রোড মথুরাপুর এলাকা দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল ওই তিন মোটরসাইকেল আরোহী। এ সময় বিপরীত দিক আসা একটি যাত্রিবাহী মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আহত রবিউলকে ঠাকুরগঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























