অাকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া নদী থেকে মো. মাসুম বিল্লাহ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার দুপুরে নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে তারা ওই লাশটি উদ্ধার করে।
নিহত মাসুম বিল্লাহ ঢাকার সূত্রাপুর থানায় পুলিশের উপ-সহকারি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বুধবার রাতে ঢাকা-লালমোহনগামী এমভি গাজী সালাউদ্দিন লঞ্চযোগে ঢাকা থেকে বাউফলে তার নিজ বাড়ি ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠিতে ফেরার সময় লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























