ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন চিত্রনায়ক ইমন

অাকাশ বিনোদন ডেস্ক:

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চিত্রনায়ক ইমন। ঝর্ণার পানিতে শুটিংয়ের সময় হঠাৎ তিনি স্রোতের তোড়ে ভেসে যান। এসময় পাথরের ধাক্কায় হাত, পায়ে প্রচণ্ড ব্যথা পান। এছাড়া শরীরের বেশ কিছু অংশ থেঁতলে গেছে তার।রোববার বেলা ১১ টার দিকে বান্দরবানে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ‘না জাগতিক না পুরান’ টেলিছবির শুটিং করতে বান্দরবান রয়েছেন ইমন। সেখানে শৈলপ্রপাতে ঝর্ণার পানিতে শট দেয়ার সময় ভেসে যান তিনি। এরপর ইউনিটের লোকজন দৌড়ে এসে তাকে পানির স্রোত থেকে টেনে তোলেন।

ইমন জানান, কাজ করতে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই বড় দুর্ঘটনার সম্মুখীন হই। এরপর বেশ ক’জন মিলে দড়ি দিয়ে আমাকে টেনে তোলেন। এখনো সে কথা মনে হলে গা শিওরে উঠছে।

১০ আগস্ট থেকে বান্দরবানে রয়েছেন। ইমন ছাড়াও এতে আরও অভিনয় করছেন প্রভা, জীবনসহ অনেকে। টেলিছবিটি আগামী ঈদে একটি টেলিভিশন প্রচার হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন চিত্রনায়ক ইমন

আপডেট সময় ০৭:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চিত্রনায়ক ইমন। ঝর্ণার পানিতে শুটিংয়ের সময় হঠাৎ তিনি স্রোতের তোড়ে ভেসে যান। এসময় পাথরের ধাক্কায় হাত, পায়ে প্রচণ্ড ব্যথা পান। এছাড়া শরীরের বেশ কিছু অংশ থেঁতলে গেছে তার।রোববার বেলা ১১ টার দিকে বান্দরবানে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ‘না জাগতিক না পুরান’ টেলিছবির শুটিং করতে বান্দরবান রয়েছেন ইমন। সেখানে শৈলপ্রপাতে ঝর্ণার পানিতে শট দেয়ার সময় ভেসে যান তিনি। এরপর ইউনিটের লোকজন দৌড়ে এসে তাকে পানির স্রোত থেকে টেনে তোলেন।

ইমন জানান, কাজ করতে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই বড় দুর্ঘটনার সম্মুখীন হই। এরপর বেশ ক’জন মিলে দড়ি দিয়ে আমাকে টেনে তোলেন। এখনো সে কথা মনে হলে গা শিওরে উঠছে।

১০ আগস্ট থেকে বান্দরবানে রয়েছেন। ইমন ছাড়াও এতে আরও অভিনয় করছেন প্রভা, জীবনসহ অনেকে। টেলিছবিটি আগামী ঈদে একটি টেলিভিশন প্রচার হওয়ার কথা রয়েছে।