অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দীর্ঘদিন যুক্তরাষ্ট্র মিত্রদের থেকে বিপুল অর্থের অস্ত্র কিনে সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব। এর বিনিময়ে পশ্চিমা দেশগুলো সৌদি আরবের বর্তমান শাসকদের সব রকম সহায়তা দিচ্ছে। কিন্তু এবার রাশিয়ামুখী হচ্ছে দেশটি। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আলোচনা করছে সৌদি আরব।
আলোচনায় ইতিমধ্যে ভালো অগ্রগতিও হয়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি এ তথ্য জানিয়েছেন। দুপক্ষ চুক্তির কারিগরি দিক নিয়ে কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে ইরান, সিরিয়া ও তুরস্কের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি মিত্রদের প্রভাব কমতে শুরু করেছে। এমন সময়ে রাশিয়ার থেকে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগকে সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক কৌশল হিসেবে মনে করছে বিশ্লেষকরা।
স্পুটনিক নিউজকে সৌদি রাষ্ট্রদূত বলেন, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা কবে নাগাদ শেষ হবে তা বলা যাচ্ছে না। তবে প্রক্রিয়া খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে।
গত ডিসেম্বরে রাশিয়া বলেছে, সৌদি আরবে ‘এস-৪০০ ট্রাম্ফ’ বিক্রির বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে কাজ চলছে। ২০১৭ সালে মার্চে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ রাশিয়া সফর করেন। সে সময়ই রাশিয়া সৌদি আরবের কাছে এস-৪০০ বিক্রি করতে সম্মত হয় বলে জানা গেছে।
রাশিয়ার ‘এস-৪০০ ট্রাম্ফ’ হচ্ছে দেশটির সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকভাবে কাজ না করায় সৌদি আরব এ পদক্ষেপ নিয়েছে।
সৌদি আরব মাঝেমধ্যেই ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করলেও কোনো কোনো সূত্র বলছে, অনেক ক্ষেপণাস্ত্রই ঠেকাতে পারছে না রিয়াদ।
আকাশ নিউজ ডেস্ক 
























