ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে নয়া সকাল দেখাবেন ইমরান খান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান পাকিস্তানে ‘নয়া সকাল’ দেখাবেন। দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান রোববার আসন্ন সাধারণ নির্বাচনে দেশের দুর্নীতিবাজ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়েছেন।

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত ও পরে আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর ইমরান খানের জয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ইমরান খান। খবর এএফপি ও আল জাজিরার।

পাকিস্তানের সাধারণ নির্বাচন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) পেশ করা প্রস্তাব অনুমোদনের পর শনিবার এ ঘোষণা দেন তিনি।

ডন জানায়, গত সপ্তাহের প্রথমদিকে ইসিপি ২০১৮ সালের সাধারণ নির্বাচন ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনো একটি তারিখে অনুষ্ঠানের প্রস্তাব সংবলিত একটি নথি প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিল। পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার প্রেসিডেন্টের।

পাঁচ বছর মেয়াদি পাকিস্তানের জাতীয় পরিষদ ও পাঞ্জাব প্রদেশিক পরিষদের মেয়াদ ৩১ মে শেষ হবে। অপরদিকে সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের মেয়াদ ২৮ মে শেষ হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

দুর্নীতির অভিযোগে সুপ্রিমকোর্টের রায়ে নওয়াজ ক্ষমতাচ্যুত ও পরে আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই যাচ্ছে। আসন্ন নির্বাচন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। এক সময়ের বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ইমরান এবারের নির্বাচনে তার বহুদিনের প্রধানমন্ত্রী হওয়ার লালিত স্বপ্ন পূরণ হবে বলে আশা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে নয়া সকাল দেখাবেন ইমরান খান

আপডেট সময় ০৩:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান পাকিস্তানে ‘নয়া সকাল’ দেখাবেন। দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান রোববার আসন্ন সাধারণ নির্বাচনে দেশের দুর্নীতিবাজ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়েছেন।

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত ও পরে আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর ইমরান খানের জয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ইমরান খান। খবর এএফপি ও আল জাজিরার।

পাকিস্তানের সাধারণ নির্বাচন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন। পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) পেশ করা প্রস্তাব অনুমোদনের পর শনিবার এ ঘোষণা দেন তিনি।

ডন জানায়, গত সপ্তাহের প্রথমদিকে ইসিপি ২০১৮ সালের সাধারণ নির্বাচন ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনো একটি তারিখে অনুষ্ঠানের প্রস্তাব সংবলিত একটি নথি প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিল। পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার প্রেসিডেন্টের।

পাঁচ বছর মেয়াদি পাকিস্তানের জাতীয় পরিষদ ও পাঞ্জাব প্রদেশিক পরিষদের মেয়াদ ৩১ মে শেষ হবে। অপরদিকে সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের মেয়াদ ২৮ মে শেষ হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, জাতীয় ও প্রাদেশিক পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

দুর্নীতির অভিযোগে সুপ্রিমকোর্টের রায়ে নওয়াজ ক্ষমতাচ্যুত ও পরে আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই যাচ্ছে। আসন্ন নির্বাচন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। এক সময়ের বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ইমরান এবারের নির্বাচনে তার বহুদিনের প্রধানমন্ত্রী হওয়ার লালিত স্বপ্ন পূরণ হবে বলে আশা করছেন।