অাকাশ জাতীয় ডেস্ক:
এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন নিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ এবং পাবলিক রিলেশন এজেন্সি মাস্টহেড পিআরের মধ্যে চুক্তি হয়েছে।
সম্প্রতি বিএটি বাংলাদেশের প্রধান কার্যালয়ে বিএটি বাংলাদেশ ও মাস্টহেড পিআরের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর বিএটি বাংলাদেশকে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন দেবে।
বিএটি বাংলাদেশের হেড অব লিগ্যাল এন্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স মুবিনা আসাফ ও মাস্টহেড পিআর এর ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল তাদের নিজস্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম. টপ অফ মাইন্ডের গ্রুপ সিওও, শারফুদ্দিন আহমেদ চৌধুরী, মাস্টহেড পিআরের ডিরেক্টর প্ল্যানিং, রাশেদুল মজিদ মামুন, বিএটি বাংলাদেশের স্পোকসপার্সন (মূখপাত্র) মেহনাজ কবির।
মাস্টহেড পিআরের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন আদিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বিএটি একটি অগ্রগামী প্রতিষ্ঠান। আমরা বিএটি বাংলাদেশের সঙ্গে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি।
আকাশ নিউজ ডেস্ক 

























