অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী একটি উপশহর থেকে ইসলামিক স্টেটের জঙ্গিরা সরে গিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরীয় সামরিক বাহিনীর ব্যাপক বোমা হামলার পর অস্থায়ী অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।
যদিও সিরীয় কর্মকর্তারা সেখানে কোনো অস্ত্রবিরতির কথা অস্বীকার করেছেন। কিন্তু জঙ্গিদের সরে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এসওএইচআর জানায়, আল হাজার আল আসওয়াদ জেলার কেন্দ্রভূমিতে অবস্থিত ওই উপশহরটিতে বেশ কয়েকটি বাস ঢুকতে দেখা গেছে। মধ্যরাতে আইএস জঙ্গিরা বাসে চড়ে এলাকা থেকে সরে গেছে।
বাসে ওঠার আগে আইএস জঙ্গিরা তাদের প্রধান কার্যালয় আগুনে ভস্মীভূত করে দিয়ে যায়। পূর্ব ঘৌটা থেকে শুরু করে দামেস্কের আশপাশের অঞ্চল থেকে কয়েক হাজার বিদ্রোহীকে তাড়িয়ে দিয়েছে আসাদ বাহিনী।
আকাশ নিউজ ডেস্ক 

























