অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পর্শে জাহিদুল ইসলাম জুয়েল (২৭) নামে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) লাইনম্যান মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার ধাপেরহাট এলাকায় লাইন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
পবিস সূত্র জানায়, খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের রাশেদ আলী বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল পবিসের লাইনম্যান পদে চাকরি করতেন। তিনি গত তিন বছর ধরে বগুড়ার দুপচাঁচিয়ায় কর্মরত ছিলেন। এখানে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার বেলা ১২টার দিকে তিনি ধাপেরহাট এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুল মতিন ও দুপচাঁচিয়ার ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী বিদ্যুৎস্পর্শে লাইনম্যান জুয়েলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























