অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিয়ারের বোতলে সৌদি আরবের পতাকা ছাপিয়েছে জার্মানির একটি কোম্পানি। যা নিয়ে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভের কারণ, মূলত সৌদি আরবের পতাকায় লেখা, ‘কালেমায়ে তাওহীদ’ নিয়ে। বিষয়টি সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় ঝড় উঠেছে।
বার্লিনে অবস্থিত সৌদি দূতাবাস ওই বিয়ার প্রস্তুতকারী সংস্থা ‘ইচবাম’র তীব্র সমালোচনা করে দেয়া এক বিবৃতিতে বলেছে, এই ইস্যুটি নিয়ে তাদের সতর্ক করার পরও তারা এটা করেছে যে কারণে খবরটি ভাইরাল হয়েছে। বিয়ার কোম্পানির এই ঘটনাকে রিয়াদে অবস্থিত জার্মান দূতাবাস ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে।
মূলত রাশিয়া বিশ্বকাপকে সামানে নিজেদের বিয়ারের বোলতের অংশগ্রহণকারী দেশগুলোর পতাকার ছবি ছাপিয়েছে ‘ইচবাম’। তবে সৌদির পতাকা ছাপানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশিরভাগ ব্যবহারকারীই মুসলিমদের ভাবাবেগে আঘাত করার জন্য তাদের সমালোচনা করেন। তবে কেউ কেউ বলছেন, এটা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।
এক টুইটার ব্যবহার লিখেছেন, ‘ইসলাম ধর্মমতে অ্যালকোহল গ্রহণ করা সবচেয়ে বড় পাপের মধ্যে একটি। এই পণ্যে সৌদি আরবের স্লোগান দেয়া ইসলামকে অসম্মান করার সামিল। দয়া করে আপনাদের পণ্য পরিবর্তন করুন এবং ক্ষমা চান।’
তবে অপর একজন লিখেছেন, ‘একটি বিয়ারের কোম্পানি তাদের বোতলে বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দেশের পতাকা ছেপেছে। এরমধ্যে একটি হলো সৌদি আরব এবং এটি নিয়েই এত নিষ্ঠুরতা।’
তীব্র সমালোচনার ইচবাম’র পক্ষ থেকে জানানো হয়, কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাদের। তাদের ক্ষমা চাওয়ার পরেই জার্মানির ওই বিয়ার প্রস্তুতকারী সংস্থা সৌদি আরবের পতাকার ছবি দেওয়া ওই বোতলের ক্যাপ উৎপাদন বন্ধ করে দেয়। পাশাপাশি যেগুলো বাজারে চলে গেছে সেগুলো উঠিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানায়।
আকাশ নিউজ ডেস্ক 




















