অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর পল্টন মডেল থানার দৈনিক বাংলার মোড়ে সিটি করপোরেশনের আবর্জনা বহনকারী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ বাদশা মিয়া (৫৫)।
আজ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।
নিহত বাদশা মিয়ার ছেলে মিলন দৈনিক আকাশকে বলেন, শনিবার বিকাল চারটার সময়ে দৈনিকবাংলার মোড়ে তার বাবা বাদশা মিয়া দাঁড়িয়েছিলেন। ওই সময়ে ঢাকা সিটি করপোরেশনের একটি গাড়ি তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় আঘাত পান ও নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাদশা মিয়া রাজধানীর উত্তরা থানার জয়নাল মার্কেটের পেছনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত জিন্নাত আলীর ছেলে।
পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জাহিদ দৈনিক আকাশকে বলেন, এ ধরনের খবর আমি এখনও শুনি নাই। তবে খোঁজ খবর নিচ্ছি।
আকাশ নিউজ ডেস্ক 























