ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বিজিবি-বিএসএফের যৌথ মেডিকেল ক্যাম্পেইন শেষ

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন শেষ হয়েছে। সিলেটের তামাবিল ও ভারতের ডাউকি সীমান্তে শুক্রবার ও শনিবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ সীমান্তবাসীদের কল্যাণে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

শনিবার ক্যাম্পেইনের শেষ দিন সিলেটের তামাবিলে অবস্থিত বনবিভাগের গ্রিনপার্কে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনের সমাপনী দিনে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়।

বিজিবির চিকিৎসকদলে বিজিবির চিকিৎসকগণের পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিএসএফের চিকিৎসকদলে বিএসএফের নিজস্ব ও সিভিল চিকিৎসকরা ছিলেন।

ক্যাম্পেইনের সমাপনী দিনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিকেল অফিসার লে. কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএসএফের ডিআইজি (মেডিকেল) ড. এ সি ভার্দওয়াজান, ৩০ বিএসএফ ব্যাটালিয়ন, শিলংয়ের অধিনায়ক এস আর খান ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার ক্যাম্পেইনের প্রথম দিন ভারতের শিলংয়ের ডাউকি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের চিকিৎসকদল সমন্বিতভাবে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান করেন।

উল্লেখ্য, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। এ বিষয়টি গত এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে উভয় মহাপরিচালক আলোকপাত করেন। উভয়পক্ষ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে এবং সীমান্তবাসীদের কল্যাণে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে সম্মত হন। এরই ধারাবাহিকতায় বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বন্ধুপ্রতীম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই যৌথ উদ্যোগের ফলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে জনসাধারণের সম্পর্ক আরও নিবিড় হবে এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় উভয় বাহিনীর জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বিজিবি ও বিএসএফের এই উদ্যোগকে উভয় দেশের সীমান্তবাসীরা স্বাগত জানিয়েছেন এবং ক্যাম্পেইনে প্রদত্ত চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সীমান্তবাসীদের কল্যাণে ভবিষ্যতে অন্যান্য সীমান্তেও বিজিবি-বিএসএফের যৌথ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বিজিবি-বিএসএফের যৌথ মেডিকেল ক্যাম্পেইন শেষ

আপডেট সময় ০৮:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন শেষ হয়েছে। সিলেটের তামাবিল ও ভারতের ডাউকি সীমান্তে শুক্রবার ও শনিবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ সীমান্তবাসীদের কল্যাণে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

শনিবার ক্যাম্পেইনের শেষ দিন সিলেটের তামাবিলে অবস্থিত বনবিভাগের গ্রিনপার্কে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনের সমাপনী দিনে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়।

বিজিবির চিকিৎসকদলে বিজিবির চিকিৎসকগণের পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিএসএফের চিকিৎসকদলে বিএসএফের নিজস্ব ও সিভিল চিকিৎসকরা ছিলেন।

ক্যাম্পেইনের সমাপনী দিনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. নাসির উদ্দিন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মহসিনুল হক কবির, সিলেট সেক্টরের মেডিকেল অফিসার লে. কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, অতিরিক্ত পরিচালক মেজর জিয়াউল হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএসএফের ডিআইজি (মেডিকেল) ড. এ সি ভার্দওয়াজান, ৩০ বিএসএফ ব্যাটালিয়ন, শিলংয়ের অধিনায়ক এস আর খান ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার ক্যাম্পেইনের প্রথম দিন ভারতের শিলংয়ের ডাউকি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের চিকিৎসকদল সমন্বিতভাবে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান করেন।

উল্লেখ্য, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। এ বিষয়টি গত এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে উভয় মহাপরিচালক আলোকপাত করেন। উভয়পক্ষ পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে এবং সীমান্তবাসীদের কল্যাণে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে সম্মত হন। এরই ধারাবাহিকতায় বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বন্ধুপ্রতীম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই যৌথ উদ্যোগের ফলে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে জনসাধারণের সম্পর্ক আরও নিবিড় হবে এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় উভয় বাহিনীর জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বিজিবি ও বিএসএফের এই উদ্যোগকে উভয় দেশের সীমান্তবাসীরা স্বাগত জানিয়েছেন এবং ক্যাম্পেইনে প্রদত্ত চিকিৎসা সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সীমান্তবাসীদের কল্যাণে ভবিষ্যতে অন্যান্য সীমান্তেও বিজিবি-বিএসএফের যৌথ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।