অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাটে আম দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন সাইদুল হক নামে এক যুবক। শনিবার বিকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার সকালে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাইদুল হক উপজেলার সুন্দরপুর করইটিলা গ্রামের জহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ওই শিশুকে আম দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন সাইদুল। পরে শিশুটিকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার পরিবারের লোকজন।
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে সাইদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























