অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আজিবার মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিবার মণ্ডল মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কচুদহ গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোল্লা আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী ‘সাগরদাঁড়ি’ ট্রেনটি মিরপুর রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় আজিবার মণ্ডল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























