ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কাদেরের কাছে মেয়ের নিরাপত্তা চেয়েছিলেন শক্তিমান

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে যেদিন হত্যা করা হয়, সেদিন সকালেও তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তার মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

বৃহস্পতিবার নানিয়ারচর বাজারে ঢুকার পথে মোটরসাইকেল আরোহী শক্তিমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আহত হন তার মোটরসাইকেল চালক। শুক্রবার শক্তিমানের শেষকৃত্যে যোগ দেয়া পাঁচ জনকেও গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন।

ওবায়দুল কাদের জানান, শক্তিমানের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত তার কথা হতো। তিনি নিজের জীবনের পাশাপাশি তার ডাক্তারি পড়ুয়া কন্যার জীবন নিয়েও ছিলেন শঙ্কিত। শুক্রবার সন্ধ্যায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় আসরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে শক্তিমানের স্মৃতিচারণ করেন কাদের। এ সময় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমাকে বলেছিল পরশু দিন, ভাই আপনার কাছে কিছুই চাওয়ার নাই। আমার জীবন ঝুঁকির মুখে। আমার মেয়েটা রাঙ্গামাটি মেডিকেলে পড়ে। ওখানে আমি কিছুতেই তাকে নিয়ে স্বস্তিতে থাকতে পারছি না।’

‘আমি নিজেও শহরে যেতে পারি না। নানিয়ারচর উপজেলায় থাকি। আমার একটা অনুরোধ, আমার মেয়েটিকে একটু রক্ষা করেন, চট্টগ্রাম অথবা ঢাকায় তাকে ট্রান্সফার করে দেন।’

কাদের বলেন, মেয়ের জীবন ঝুঁকির মুখে বলল, আর তার জীবন শেষ হয়ে গেল। আর তার জন্য আজও ৪/৫জন মারা গেল!’

প্রায় প্রতিদিন সকালে হাঁটার সময় শক্তিমানের সঙ্গে ফোনে কথা হতো বলেও জানান কাদের। বলেন, ‘তার সঙ্গে আমার কথা হতো। আমাকে ফোন করত। গতকালও ফোন করেছিল, আজ তার ফোন পাইনি। এই ছেলেটি কত যে ত্যাগী, কত যে সৎ আমি জানি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কাদেরের কাছে মেয়ের নিরাপত্তা চেয়েছিলেন শক্তিমান

আপডেট সময় ১০:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে যেদিন হত্যা করা হয়, সেদিন সকালেও তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তার মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

বৃহস্পতিবার নানিয়ারচর বাজারে ঢুকার পথে মোটরসাইকেল আরোহী শক্তিমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আহত হন তার মোটরসাইকেল চালক। শুক্রবার শক্তিমানের শেষকৃত্যে যোগ দেয়া পাঁচ জনকেও গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন।

ওবায়দুল কাদের জানান, শক্তিমানের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত তার কথা হতো। তিনি নিজের জীবনের পাশাপাশি তার ডাক্তারি পড়ুয়া কন্যার জীবন নিয়েও ছিলেন শঙ্কিত। শুক্রবার সন্ধ্যায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে খেলাঘর কেন্দ্রীয় আসরের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে শক্তিমানের স্মৃতিচারণ করেন কাদের। এ সময় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমাকে বলেছিল পরশু দিন, ভাই আপনার কাছে কিছুই চাওয়ার নাই। আমার জীবন ঝুঁকির মুখে। আমার মেয়েটা রাঙ্গামাটি মেডিকেলে পড়ে। ওখানে আমি কিছুতেই তাকে নিয়ে স্বস্তিতে থাকতে পারছি না।’

‘আমি নিজেও শহরে যেতে পারি না। নানিয়ারচর উপজেলায় থাকি। আমার একটা অনুরোধ, আমার মেয়েটিকে একটু রক্ষা করেন, চট্টগ্রাম অথবা ঢাকায় তাকে ট্রান্সফার করে দেন।’

কাদের বলেন, মেয়ের জীবন ঝুঁকির মুখে বলল, আর তার জীবন শেষ হয়ে গেল। আর তার জন্য আজও ৪/৫জন মারা গেল!’

প্রায় প্রতিদিন সকালে হাঁটার সময় শক্তিমানের সঙ্গে ফোনে কথা হতো বলেও জানান কাদের। বলেন, ‘তার সঙ্গে আমার কথা হতো। আমাকে ফোন করত। গতকালও ফোন করেছিল, আজ তার ফোন পাইনি। এই ছেলেটি কত যে ত্যাগী, কত যে সৎ আমি জানি।’