অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের চিলমারীতে ময়লার ভাগারে গামছা প্যাঁচানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা গোপনে লাশটি ফেলে পালিয়ে যায় শনাক্ত করতে পারেনি।
রোববার সকালে উপজেলার কলেজ মোড়ের ভূমি অফিসের পেছন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমি অফিসের পিছনে ময়লার গর্তে গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশটি দেখার পর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে খোঁজখবর নেয়। কিন্তু শিশুটিকে ফেলে যাওয়ার কারণ এখনো উদ্ধার করতে পারেনি।
চিলমারী মডেল থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো ক্লু পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























