অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর চারঘাটে ডাকাতির প্রস্তুতির সময় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। চারঘাট-বাঘা মহাসড়কের হাজির ঢালান বিলে বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় র্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি।
এ ছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিহত রায়হান সরদার পাশের বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙা জোতরঘু গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে।
র্যাব ৫-এর উপঅধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, রাতে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে।
পরে হাজির ঢালান বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাত সদস্যকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হান সরদারের মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করবে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হবে বলে জানান তিনি।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম দৈনিক আকাশকে জানান, লাশ থানায় আছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
বাঘা থানার ওসি রেজাউল ইসলাম জানান, বন্দুকযুদ্ধে নিহত রায়হান সরদার ওরফে রায়হান ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের ১৪টি মামলা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















