ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারের পাশে থাকবে মন্ত্রণালয়: শ্রম প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোনও শ্রমিকের মৃত্যু হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিহত শ্রমিক পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ‘আমরা এ ক্ষেত্রে পরিবারকে ২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়ে থাকি। এ পর্যন্ত কর্মক্ষেত্রে নিহতদের জন্য মন্ত্রণালয় ২২ কোটি টাকা অনুদান দিয়েছে।’

বৃহস্পতিবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের অর্থ থেকে এ টাকা দেয়া হয়েছে। তহবিলে আরও প্রায় পৌনে ৩শ’ কোটি টাকা রয়েছে। এ অর্থ প্রাতিষ্ঠানিক ও অপ্রাষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের কল্যাণে ব্যয় করা হবে।”

আলোচিত রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থ কোনও পরিবার যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে তাহলে তাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ক্ষতিগ্রস্তরা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘নারায়ণগঞ্জে পিপিপির মাধ্যমে ৪০০ কোটি টাকা ব্যয়ে একটা উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ওই হাসপাতালের ৩০০ শয্যার মধ্যে ১০০ শয্যা শুধু শ্রমিকদের জন্য বরাদ্দ থাকবে। বাংলাদেশের যেকোনো শ্রমিক অসুস্থ হলে নাম মাত্র মূল্যে সেখানে চিৎকিসা দেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারের পাশে থাকবে মন্ত্রণালয়: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোনও শ্রমিকের মৃত্যু হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিহত শ্রমিক পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ‘আমরা এ ক্ষেত্রে পরিবারকে ২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়ে থাকি। এ পর্যন্ত কর্মক্ষেত্রে নিহতদের জন্য মন্ত্রণালয় ২২ কোটি টাকা অনুদান দিয়েছে।’

বৃহস্পতিবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের অর্থ থেকে এ টাকা দেয়া হয়েছে। তহবিলে আরও প্রায় পৌনে ৩শ’ কোটি টাকা রয়েছে। এ অর্থ প্রাতিষ্ঠানিক ও অপ্রাষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের কল্যাণে ব্যয় করা হবে।”

আলোচিত রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থ কোনও পরিবার যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে তাহলে তাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। ক্ষতিগ্রস্তরা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘নারায়ণগঞ্জে পিপিপির মাধ্যমে ৪০০ কোটি টাকা ব্যয়ে একটা উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ওই হাসপাতালের ৩০০ শয্যার মধ্যে ১০০ শয্যা শুধু শ্রমিকদের জন্য বরাদ্দ থাকবে। বাংলাদেশের যেকোনো শ্রমিক অসুস্থ হলে নাম মাত্র মূল্যে সেখানে চিৎকিসা দেয়া হবে।’