অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ সময় ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। দফতরের জানালার কাচসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে ওই ব্যক্তি।
স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। পরে ওই হামলার জন্য আলিরেজা ফখর নামে ৫৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে ওয়াশিংটনের পুলিশ। তিনি টেক্সাস অঙ্গরাজ্যের সেন অ্যান্টোনিওর বাসিন্দা।
যুক্তরাষ্ট্রে ইরানের কোনো দূতাবাস নেই। এ কারণে ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের ভেতরে স্থাপিত দফতর ইরানিদের কনস্যুলেট সুবিধা দেয়া হয়।
ইরানের স্বার্থরক্ষাকারী দফতর নামক ওই কনস্যুলেট থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী ইরানি নাগরিকরা সুবিধা পান। তবে দেশটি যুক্তরাষ্ট্রে কোনো রাজনৈতিক তৎপরতা চালায় না।
বুধবারের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ব্যক্তি অস্ত্র হাতে কনস্যুলেটে ঢুকে ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তিনি দফতরের একজন কর্মীর ওপর হামলা চালান। পাশাপাশি আগত দর্শনার্থীদেরও হুমকি দেন।
পরে আক্রান্ত কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হামলাকারীকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। এর আগে ২০১৭ সালের ১৪ অক্টোবর একটি সহিংস গোষ্ঠীর একদল সমর্থক ওয়াশিংটনে ইরানের এই দফতরে পাথর ছুড়েছিল।
দুটি হামলাই এমন দিনে হয়েছে যার আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে কথা বলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















