অাকাশ জাতীয় ডেস্ক:
সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা এবং চিকিৎসা সেবার নামে প্রতারণা করার অভিযোগে শহরের গোয়ালপাড়া এলাকায় অবস্থিত রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামৃনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তা সিলগালা করে দেয়। এ সময় ক্লিনিকের মালিককে না পেয়ে ম্যানেজারসহ ২ ওয়ার্ড বয়কে ১ হাজার টাকা করে জরিমানা করে আদালত।
পরে ভ্রাম্যমান আদালত ওই ক্লিনিকের অপারেশেন থিয়েটার ও প্যাথলজি রুমে সিলগালা করে দেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের সকল প্রকার কার্যক্রম রাখতে বলা হয়েছে।
এর আগেও ওই ক্লিনিকে একাধিক বার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সে সময় ক্লিনিকের মালামাল জব্দ করে সিভিল সার্জন অফিসে রাখা হয়েছিলো।
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, গোয়ালপাড়া এলাকায় রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা নীতি উপেক্ষা করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ডিপ্লোমাধারী নার্স ও অলটাইম ডাক্তার ছাড়াই হাসপাতালটি দীর্ঘদিন থেকে পরিচালন করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমারসাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























