অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীকে ব্যাখা চেয়ে শোকজ করেছে নির্বাচন কমিশন। রবিবার খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা এসএম হাবিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পরদিন রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে অভিযোগ দেন নজরুল ইসলাম মঞ্জু।
তিনি অভিযোগ করেন, তালুকদার খালেক সাউথ বাংলা এাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ইস্টার্ন পলিমার লিমিটেডের পরিচালক। এসব প্রতিষ্ঠান থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করেন। ইস্টার্ন পলিমারের ঋণ তথ্যও তাঁর হলফনামায় উল্লেখ করেননি। হলফনামায় তথ্য গোপন ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ লিখিতভাবে কমিশনে করা হয়।
অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর মাসিক আয় নির্বাচনী হলফনামার তথ্য অনুসারে ১৬ হাজার ৬৬৭ টাকা। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাছাড়া তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করে নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদনও করা হয়।
বড় দুই দলের প্রার্থীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি এ সকল অভিযোগের বিষয়ে ব্যাখা চেয়ে রবিবার নির্বাচন কমিশন তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জুর কাছে ব্যাখা চেয়ে নোটিশ পাঠিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























