ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

মেসির কারণেই বার্সেলোনা ছেড়েছেন নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকা সত্ত্বেও ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ব্রাজিলিয়ান এই তারকা। কেন বার্সেলোনা ছাড়লেন নেইমার? পিএসজির অর্থের প্রাচুর্য্য? নাকি অন্য কোনো কারণ?

অনেক দিন ধরেই বার্সেলোনার ‘মেইনম্যান’ হয়ে খেলছেন মেসি। নেইমারও হয়ে ওঠেন কাতালান ক্লাবটির অপরিহার্য সদস্য। কিন্তু বারবার মেসির ছায়ায় ঢাকা পড়েছে তার পারফরম্যান্স। এমনটা হওয়ারই কথা, কারণ মেসি প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। ক্লাব ফুটবলের সকল অর্জনই এসে ধরা দিয়েছে তার কাছে। নেইমারও বুঝতে পারেন এভাবে চলতে থাকলে স্পটলাইটটা তাকে খুঁজে পাবে না। তাই মেসির ছায়া থেকে বের হতেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন নেইমার। এমনই জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টারের বাবা নেইমার সিনিয়র।

ব্যালন ডি’অর জেতার চ্যালেঞ্জ নিয়েই পিএসজিতে গিয়েছেন নেইমার। ব্যক্তিগত অর্জনের ঝুলি ভারী করতেই তার এই সিদ্ধান্ত। নেইমার সিনিয়র বলেন, ‘বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি, এবং সে এই তকমাটা ধরেই রাখবে। নেইমার তাকে নিজের আদর্শ মানে। কিন্তু বার্সেলোনায় নেইমারকে খেলতে হয়েছে দ্বিতীয় সেরা হিসেবে। মেসির সঙ্গে খেললে এমনটা হওয়ারই কথা। তবে পিএসজিতে খেললেই যে নেইমার ব্যালন ডি’অর জিতবে এমন কোনো নিশ্চয়তা নেই। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, এ কারণেই সে পিএসজির প্রস্তাবে সাড়া দিয়েছে।’

২০১৩ সালে শৈশবের ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সেলোনায় চার মৌসুম খেলে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি শিরোপা। সতীর্থ হিসেবে পেয়েছেন সময়ের সেরা ফুটবলারদের একজন মেসিকে। কাঁধে কাঁধ মিলিয়ে অসংখ্যবার ছিন্নভিন্ন করেছেন প্রতিপক্ষের রক্ষণভাগ। এরপরও কিছু অপূর্ণতা রয়ে গেছে তার ক্যারিয়ারে। এখনও জেতা হয়নি বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর। অধরা ব্যালন ডি’অর নিজের ট্রফি ক্যাবিনেটে তোলার জন্যই নতুন চ্যালেঞ্জ নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন নেইমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির কারণেই বার্সেলোনা ছেড়েছেন নেইমার

আপডেট সময় ১২:২৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নেইমারের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকা সত্ত্বেও ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ব্রাজিলিয়ান এই তারকা। কেন বার্সেলোনা ছাড়লেন নেইমার? পিএসজির অর্থের প্রাচুর্য্য? নাকি অন্য কোনো কারণ?

অনেক দিন ধরেই বার্সেলোনার ‘মেইনম্যান’ হয়ে খেলছেন মেসি। নেইমারও হয়ে ওঠেন কাতালান ক্লাবটির অপরিহার্য সদস্য। কিন্তু বারবার মেসির ছায়ায় ঢাকা পড়েছে তার পারফরম্যান্স। এমনটা হওয়ারই কথা, কারণ মেসি প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। ক্লাব ফুটবলের সকল অর্জনই এসে ধরা দিয়েছে তার কাছে। নেইমারও বুঝতে পারেন এভাবে চলতে থাকলে স্পটলাইটটা তাকে খুঁজে পাবে না। তাই মেসির ছায়া থেকে বের হতেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন নেইমার। এমনই জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টারের বাবা নেইমার সিনিয়র।

ব্যালন ডি’অর জেতার চ্যালেঞ্জ নিয়েই পিএসজিতে গিয়েছেন নেইমার। ব্যক্তিগত অর্জনের ঝুলি ভারী করতেই তার এই সিদ্ধান্ত। নেইমার সিনিয়র বলেন, ‘বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি, এবং সে এই তকমাটা ধরেই রাখবে। নেইমার তাকে নিজের আদর্শ মানে। কিন্তু বার্সেলোনায় নেইমারকে খেলতে হয়েছে দ্বিতীয় সেরা হিসেবে। মেসির সঙ্গে খেললে এমনটা হওয়ারই কথা। তবে পিএসজিতে খেললেই যে নেইমার ব্যালন ডি’অর জিতবে এমন কোনো নিশ্চয়তা নেই। সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, এ কারণেই সে পিএসজির প্রস্তাবে সাড়া দিয়েছে।’

২০১৩ সালে শৈশবের ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সেলোনায় চার মৌসুম খেলে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি শিরোপা। সতীর্থ হিসেবে পেয়েছেন সময়ের সেরা ফুটবলারদের একজন মেসিকে। কাঁধে কাঁধ মিলিয়ে অসংখ্যবার ছিন্নভিন্ন করেছেন প্রতিপক্ষের রক্ষণভাগ। এরপরও কিছু অপূর্ণতা রয়ে গেছে তার ক্যারিয়ারে। এখনও জেতা হয়নি বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর। অধরা ব্যালন ডি’অর নিজের ট্রফি ক্যাবিনেটে তোলার জন্যই নতুন চ্যালেঞ্জ নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন নেইমার।