অাকাশ জাতীয় ডেস্ক:
নিজের রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন মুক্তামনি। একইসঙ্গে মুক্তামনির বাবা মো. ইব্রাহীমও তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ডা. সামন্ত লাল জানান,তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। টিস্যু সংগ্রহ করার পর যে জটিলতা দেখা দিয়েছিল তার সমাধান করা হয়েছে। তিনি বলেন, মেয়েটি সবার কাছে দোয়া চাইছে। বলছে, ‘আমি বাঁচতে চাই, আমার জন্য দোয়া কইরেন।’
আজ রবিবার সকালে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত চিকিৎসক বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালামসহ অন্য বোর্ড সদস্যরা। মুক্তামনির শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা. আবুল কালাম বলেন, মুক্তামনিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) বায়োসপির রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আরেকটি বোর্ড গঠন করা হবে।
তিনি বলেন, তারা চেষ্টা করছেন হাতটিকে বাঁচানোর। তবে প্রয়োজনে সেটি কাটাও হতে পারে।
প্রসঙ্গত, জটিল ও বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে গত ১২ জুলাই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা তার রোগটাকে লিমফেটিক ম্যালফরমেশন বলে চিহ্নিত করেন। এরপর শনিবার সকালে তার বায়োপসি করা হয় এবং তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়। এদিকে অপারেশনের পর মুক্তামনির হাতের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হয়। ফলে ওইদিনই তাকে আরো দুই দফা অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















