ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

অবেশেষে সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঢাকা প্রিমিয়ার লিগে বইছে সেঞ্চুরিবন্যা। নিয়মিত সেঞ্চুরি পাচ্ছেন পরিচিত মুখগুলো। এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল- সবাই সেঞ্চুরি পেয়েছেন। এবার সেঞ্চুরি পেলেন সৌম্য সরকারও। এ নিয়ে প্রায় তিন বছর পর কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি!

রেলিগেশন লিগে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক। টস হেরে আগে ব্যাট করতে নামা অগ্রণীকে ভালো শুরু এনে দেন শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার। ব্যক্তিগত ২৪ রান করে ফেরেন নাফিস।

তবে একপ্রান্ত আগলে রাখেন সৌম্য। পরে সালমান হোসেন, ধীমান ঘোষ ও ভারতীয় রিক্রুট ঋষী ধাওয়ানের সঙ্গে গড়েন কার্যকরী জুটি। ছন্দ ফিরে পেয়ে সেঞ্চুরি তুলে নিতেও ভুল করেননি সৌম্য। শেষ পর্যন্ত ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে থামেন তিনি। মাইশুকুর রহমানের শিকার হয়ে ফেরার আগে ১২৭ বলে এ বিস্ফোরক ইনিংস খেলেন জাতীয় দলের এ ওপেনার।

এদিন স্ট্রোকের পসরা সাজান সৌম্য। চার মেরেছেন ৯টি। তবে তার চেয়ে বেশি হাঁকিয়েছেন ছক্কা। চারের বিপরীতে ছক্কা মেরেছেন ১১টি। ঘরোয়া ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরি ২০১৫ বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে। ২৪ মে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ সেঞ্চুরি ২০১৪ সালে। আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গন মিলিয়ে প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন এ হার্ডহিটার।

সৌম্যর সেঞ্চুরিতে ৩৩৪ রানের পাহাড় গড়ে অগ্রণী। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ধাওয়ানের। ৬৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানের টর্নেডো ইনিংস খেলেন ভারতীয় এ ব্যাটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

অবেশেষে সেঞ্চুরির মুখ দেখলেন সৌম্য

আপডেট সময় ০৩:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঢাকা প্রিমিয়ার লিগে বইছে সেঞ্চুরিবন্যা। নিয়মিত সেঞ্চুরি পাচ্ছেন পরিচিত মুখগুলো। এনামুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল- সবাই সেঞ্চুরি পেয়েছেন। এবার সেঞ্চুরি পেলেন সৌম্য সরকারও। এ নিয়ে প্রায় তিন বছর পর কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি!

রেলিগেশন লিগে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় অগ্রণী ব্যাংক। টস হেরে আগে ব্যাট করতে নামা অগ্রণীকে ভালো শুরু এনে দেন শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার। ব্যক্তিগত ২৪ রান করে ফেরেন নাফিস।

তবে একপ্রান্ত আগলে রাখেন সৌম্য। পরে সালমান হোসেন, ধীমান ঘোষ ও ভারতীয় রিক্রুট ঋষী ধাওয়ানের সঙ্গে গড়েন কার্যকরী জুটি। ছন্দ ফিরে পেয়ে সেঞ্চুরি তুলে নিতেও ভুল করেননি সৌম্য। শেষ পর্যন্ত ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে থামেন তিনি। মাইশুকুর রহমানের শিকার হয়ে ফেরার আগে ১২৭ বলে এ বিস্ফোরক ইনিংস খেলেন জাতীয় দলের এ ওপেনার।

এদিন স্ট্রোকের পসরা সাজান সৌম্য। চার মেরেছেন ৯টি। তবে তার চেয়ে বেশি হাঁকিয়েছেন ছক্কা। চারের বিপরীতে ছক্কা মেরেছেন ১১টি। ঘরোয়া ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরি ২০১৫ বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে। ২৪ মে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ সেঞ্চুরি ২০১৪ সালে। আন্তর্জাতিক ও ঘরোয়া অঙ্গন মিলিয়ে প্রায় তিন বছর পর সেঞ্চুরির মুখ দেখলেন এ হার্ডহিটার।

সৌম্যর সেঞ্চুরিতে ৩৩৪ রানের পাহাড় গড়ে অগ্রণী। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ধাওয়ানের। ৬৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রানের টর্নেডো ইনিংস খেলেন ভারতীয় এ ব্যাটার।