ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

একটা সময় শুধু কাঁদতাম: দ্য রক

আকাশ বিনোদন ডেস্ক :

ছিলেন জনপ্রিয় রেসলার। নাম ডোয়াইন জনসন হলেও রেসলিংয়ের কল্যাণে সবাই তাকে ‘দ্য রক’ হিসেবেই চেনেন। হঠাৎই রেসলিং ছেড়ে পুরোদমে অভিনেতা বনে যান এই তারকা। গত দুই বছরও আমেরিকার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েছেন তিনি। কিন্তু বিষণ্ণতা ও প্রতিকূল পরিস্থিতির সাথে এই তারকার কঠিন সংগ্রামের গল্প অনেকেই জানেননা। এ অভিনেতা জানিয়েছেন, কৈশোরে বিষণ্নতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।

জনসন বলেন, আমার বয়স যখন ১৫ বছর, তখন আমার মা আমার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন। এতে আমি বিমর্ষ হয়ে পড়ি এবং বিষণ্নতায় ভুগেছিলাম।

ডোয়াইন জনসন বলেন, ‘আমার মা গাড়ি থেকে বের হয়ে রাস্তায় ছুটে চলা গাড়ির সামনে দিয়ে হাঁটতে থাকেন। তখন বড় বড় গাড়ি রাস্তায় চলাচল করছিল। আমি তাকে টেনে রাস্তার পাশে নিয়ে আসি। যদিও তিনি এখন এসব কিছুই মনে করতে পারেন না। আমার এমন অবস্থা হয়েছিল যে, আমি কিছুই করতাম না, কোথাও যেতাম না। শুধুই কান্না করতাম।

এর কয়েক বছর পর জনসনের পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় অসংখ্য ইনজুরিতে ভোগার কারণে। কানাডার একটি ফুটবল লিগের সাথে চুক্তি করলেও এক বছরেই শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। এর অল্প কিছুদিন পর, জনসনের প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। ‘সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়,’ বলেন তিনি। কিন্তু এরপর থেকে রেসলিংয়েই বিখ্যাত হয়ে ওঠেন জনসন। ২০০০ সালে অভিনয় জীবন শুরুর আগ পর্যন্ত দাপটের সাথে রিং শাসন করেন। দ্য রক আরো বলেন, এগিয়ে চলার জন্য নিজের মনের জোর খুঁজে না পেলে তিনিও সহজেই মায়ের মতো আত্মহত্যাপ্রবণ হয়ে পড়তেন।

রক আরো বলেন, ‘আমরা দুজনই এখন ভাল আছি। কিন্তু কেউ কষ্টে আছে দেখলে তাদের সাহায্য করার জন্য সাধ্যমত চেষ্টা করি। ওদেরকে সাহায্য করতে হয় যেন তারা নিজেদের একলা মনে না করেন।’

ডোয়াইন জনসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে এটি। এছাড়া খুব শিগগির মুক্তি পাচ্ছে তার পরবর্তী সিনেমা র‌্যামপেজ। আগামী ১৩ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

একটা সময় শুধু কাঁদতাম: দ্য রক

আপডেট সময় ০৯:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক :

ছিলেন জনপ্রিয় রেসলার। নাম ডোয়াইন জনসন হলেও রেসলিংয়ের কল্যাণে সবাই তাকে ‘দ্য রক’ হিসেবেই চেনেন। হঠাৎই রেসলিং ছেড়ে পুরোদমে অভিনেতা বনে যান এই তারকা। গত দুই বছরও আমেরিকার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েছেন তিনি। কিন্তু বিষণ্ণতা ও প্রতিকূল পরিস্থিতির সাথে এই তারকার কঠিন সংগ্রামের গল্প অনেকেই জানেননা। এ অভিনেতা জানিয়েছেন, কৈশোরে বিষণ্নতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।

জনসন বলেন, আমার বয়স যখন ১৫ বছর, তখন আমার মা আমার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন। এতে আমি বিমর্ষ হয়ে পড়ি এবং বিষণ্নতায় ভুগেছিলাম।

ডোয়াইন জনসন বলেন, ‘আমার মা গাড়ি থেকে বের হয়ে রাস্তায় ছুটে চলা গাড়ির সামনে দিয়ে হাঁটতে থাকেন। তখন বড় বড় গাড়ি রাস্তায় চলাচল করছিল। আমি তাকে টেনে রাস্তার পাশে নিয়ে আসি। যদিও তিনি এখন এসব কিছুই মনে করতে পারেন না। আমার এমন অবস্থা হয়েছিল যে, আমি কিছুই করতাম না, কোথাও যেতাম না। শুধুই কান্না করতাম।

এর কয়েক বছর পর জনসনের পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় অসংখ্য ইনজুরিতে ভোগার কারণে। কানাডার একটি ফুটবল লিগের সাথে চুক্তি করলেও এক বছরেই শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। এর অল্প কিছুদিন পর, জনসনের প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। ‘সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়,’ বলেন তিনি। কিন্তু এরপর থেকে রেসলিংয়েই বিখ্যাত হয়ে ওঠেন জনসন। ২০০০ সালে অভিনয় জীবন শুরুর আগ পর্যন্ত দাপটের সাথে রিং শাসন করেন। দ্য রক আরো বলেন, এগিয়ে চলার জন্য নিজের মনের জোর খুঁজে না পেলে তিনিও সহজেই মায়ের মতো আত্মহত্যাপ্রবণ হয়ে পড়তেন।

রক আরো বলেন, ‘আমরা দুজনই এখন ভাল আছি। কিন্তু কেউ কষ্টে আছে দেখলে তাদের সাহায্য করার জন্য সাধ্যমত চেষ্টা করি। ওদেরকে সাহায্য করতে হয় যেন তারা নিজেদের একলা মনে না করেন।’

ডোয়াইন জনসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে এটি। এছাড়া খুব শিগগির মুক্তি পাচ্ছে তার পরবর্তী সিনেমা র‌্যামপেজ। আগামী ১৩ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।