আকাশ আইসিটি ডেস্ক:
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি। তিনি বিদায়ী চেয়ারম্যান বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
একই সঙ্গে অ্যামটবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ। নতুন কমিটিতে অ্যামটবের মহাসচিব এবং প্রধান নির্বাহী হিসেবে আরও এক বছর বহাল থাকছেন টিআইএম নূরুল কবীর
তবে নতুন কমিটির অন্যান্য পদে কারা আছেন তা জানা যায়নি। বুধবার সংগঠনটির সভায় নতুন কমিটি নির্বাচন করা হয়। নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে অ্যামটব থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দায়িত্ব নেয়ার পর গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ খাত অর্থনৈতিক অগ্রগতিতে অনেক বড় ভূমিকা রাখছে। আমরা খাতটির প্রসারে সম্মিলিতভাবে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, অ্যামটব সরকারের সঙ্গে সহযোগিতা করে এই খাতে সমাজ ও দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এছাড়াও খাতটির অনেক সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় সুস্পষ্ট কৌশল নির্ধারণের লক্ষ্যে কাজ করছে।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ফোরজির বদৌলতে দেশে এখন চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা হচ্ছে। এর মধ্যে দিয়ে দেশের টেলিযোগাযোগ খাত গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেবে এবং ব্যবসায়িক, সাধারণ নাগরিক এবং সরকারের সঙ্গে নতুন দেশ গড়তে কাজ করবে।
তিনি আরও বলেন, দেশে ডিজিটাল সেবা যে আকাঙ্খা সৃষ্টি হয়েছে সেটা পূরণে টেলিযোগাযোগ খাত সর্বোচ্চ সহযোগিতাপূর্ণভাবে কাজ করছে। অ্যামটবে আমরা যারা নতুন নির্বাচিত হলাম, সবাই মিলে টেলিযোগাযোগ খাতকে অনন্য স্থানে প্রতিষ্ঠা করতে কাজ করবো।
প্রসঙ্গত, অ্যামটব দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও টেলিটকের প্রতিনিধিত্বকারী সংগঠন। মোবাইল অপারেটর ছাড়াও সহযোগী সদস্য হিসেবে রয়েছে মোবাইল নেটওয়ার্ক সল্যুশন প্রোভাইডার এরিকসন, নকিয়া এবং হুয়াওয়ে। উল্লেখ্য, ২০১২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে অ্যামটবের বোর্ডের প্রথম চেয়াম্যান ছিলেন সদ্য বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোন অপারেটর সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী।
আকাশ নিউজ ডেস্ক 

























