ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

এবার দ. কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন কিম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীন সফর নিয়ে চাঞ্চল্য শেষ না হতেই এবার দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে সাক্ষাতের কথা জানালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বৃহস্পিতবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল দেশের প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে দেখা করবেন কিম। দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরে এই কথা জানানো হয়েছে। এ সফর উপলক্ষে আগামী ৪ এপ্রিল আবারো বৈঠকে বসবেন দুই দেশের কর্মকর্তারা। খবর গার্ডিয়ানের।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের প্রায় অর্ধশত বছর পর ২০০০ সালে এবং পরবর্তীতে ২০০৭ সালে মাত্র দু’বার মুখোমুখি হয়েছিল দুই কোরিয়ার নেতারা।

বৃহস্পতিবারের বৈঠকের পরে দক্ষিণ কোরিয়ার সংযোগকারী মন্ত্রী চো মিয় গিয়ন বলেছেন, ‘দুপক্ষই চায় আন্তরিক আলোচনা হোক। কিম-মুন আলোচনায় কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ, শান্তি-সুস্থিতি বজায় রাখার মতো বিষয় গুরুত্ব পাবে।’

উত্তর কোরিয়ার সরকারি প্রতিনিধি রি সন গোওনের নেতৃত্বে এ বৈঠকে ছিলেন তিন জন প্রতিনিধি। তারাও কিম-মুনের মধ্যে ইতিবাচক বৈঠকের আশ্বাস দিয়ে জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার জন্য পরবর্তীকালে টেলিসংযোগে হট-লাইন তৈরি করার কথা ভাবা হবে।

রি বলেন, গত ৮০ দিনে নজিরবিহীন ঘটনাপ্রবাহের সাক্ষী দুই দেশ। দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ংয়ে শীতকালীন অলিম্পিকের আগে থেকেই কথা শুরু হয় দু’দেশে। কূটনীতিকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলার আগে উত্তর কোরিয়ার সম্পর্কের উন্নতির বিষয়টি মাথায় রাখা হয়েছে কিম ও শি-এর আলোচনাতেও।

বিশ্লেষকরা মনে করছেন, বেইজিং, সিউল, ওয়াশিংটন এবং ভবিষ্যতে মস্কো ও টোকিয়ো- প্রতি ক্ষেত্রেই আলাদা করে আলোচনা চালিয়ে যাবে উত্তর কোরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

এবার দ. কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন কিম

আপডেট সময় ১২:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীন সফর নিয়ে চাঞ্চল্য শেষ না হতেই এবার দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে সাক্ষাতের কথা জানালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বৃহস্পিতবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল দেশের প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে দেখা করবেন কিম। দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরে এই কথা জানানো হয়েছে। এ সফর উপলক্ষে আগামী ৪ এপ্রিল আবারো বৈঠকে বসবেন দুই দেশের কর্মকর্তারা। খবর গার্ডিয়ানের।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের প্রায় অর্ধশত বছর পর ২০০০ সালে এবং পরবর্তীতে ২০০৭ সালে মাত্র দু’বার মুখোমুখি হয়েছিল দুই কোরিয়ার নেতারা।

বৃহস্পতিবারের বৈঠকের পরে দক্ষিণ কোরিয়ার সংযোগকারী মন্ত্রী চো মিয় গিয়ন বলেছেন, ‘দুপক্ষই চায় আন্তরিক আলোচনা হোক। কিম-মুন আলোচনায় কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ, শান্তি-সুস্থিতি বজায় রাখার মতো বিষয় গুরুত্ব পাবে।’

উত্তর কোরিয়ার সরকারি প্রতিনিধি রি সন গোওনের নেতৃত্বে এ বৈঠকে ছিলেন তিন জন প্রতিনিধি। তারাও কিম-মুনের মধ্যে ইতিবাচক বৈঠকের আশ্বাস দিয়ে জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার জন্য পরবর্তীকালে টেলিসংযোগে হট-লাইন তৈরি করার কথা ভাবা হবে।

রি বলেন, গত ৮০ দিনে নজিরবিহীন ঘটনাপ্রবাহের সাক্ষী দুই দেশ। দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়ংয়ে শীতকালীন অলিম্পিকের আগে থেকেই কথা শুরু হয় দু’দেশে। কূটনীতিকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলার আগে উত্তর কোরিয়ার সম্পর্কের উন্নতির বিষয়টি মাথায় রাখা হয়েছে কিম ও শি-এর আলোচনাতেও।

বিশ্লেষকরা মনে করছেন, বেইজিং, সিউল, ওয়াশিংটন এবং ভবিষ্যতে মস্কো ও টোকিয়ো- প্রতি ক্ষেত্রেই আলাদা করে আলোচনা চালিয়ে যাবে উত্তর কোরিয়া।