অাকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে গোপালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার (২৫) কমলগঞ্জের পতন ঊষার এলাকার রাসেল আহমেদের স্ত্রী। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবুবকর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আকাশ নিউজ ডেস্ক 
























