ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ক্যাম্পে নিয়ে সাংবাদিককে পেটালেন বিজিবির সিও

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক আজিজুল হককে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে পিটিয়েছেন বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ। নির্যাতিত আজিজুল অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের বেনাপোলস্থ স্টাফ করেসপন্ডেন্ট।

আজিজুল হক জানিয়েছেন, বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশ প্রবেশ শিরোনামে বাংলানিউজে বৃহস্পতিবার (৩ আগস্ট) খবর প্রকাশিত হয়। এতে চেকপোস্টে দুই দেশের নিরাপত্তার ধরন তুলে ধরেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও কাস্টমস কর্মকর্তারা ওপারের প্রবেশদ্বারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করলেও বাংলাদেশের প্রবেশদ্বারগুলো পাওয়া যায় সম্পূর্ণ অরক্ষিতভাবে। বিজিবি সদস্যদের সেখানে নিরপত্তার দায়িত্বে থাকার কথা থাকলেও তারা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। এ সব বিষয় ওই রিপোর্টে তুলে ধরা হয়।

রিপোর্ট প্রকাশ হলে ওইদিন (বৃহস্পতিবার) বিকেলেই ক্যাম্প কমান্ডার আব্দুল ওয়াহাব তাকে সিও দেখা করতে বলেছেন বলে ডেকে পাঠান। এ সময় আজিজ তার কাছে সব ধরনের তথ্য-প্রমাণ রয়েছে বললে পরে আবার দেখা করতে বলেন। সে অনুযায়ী শুক্রবার (৪ আগস্ট) আইসিপি বিজিবি ক্যাম্পে অন্য একজন সাংবাদিকসহ গেলে তাকে চলে যেতে বলে আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-লাথি মারেন লে. কর্নেল আরিফ। পরে তুই-তোকারি করে চলে যেতে বললে চলে আসেন আজিজ। আজিজের শরীরে বুটের লাথির চিহ্ন, আঘাতের দাগ রয়েছে হাতেও।

এ বিষয়ে লে. কর্নেল আরিফ সাংবাদিকদের বলেন, আজিজুল হক যে রিপোর্ট করেছেন সেটা ঠিক নয়। ওনাকে ক্যাম্পে ডেকে বিষয়টি জিজ্ঞেস করা হয়েছিলো, কোনো রকম মারধর করা হয়নি। এ দিকে নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বেনাপোল ও যশোরের সাংবাদিকরা। বেনাপোলে কর্মরত সাংবাদিকরা এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক সভায় বসেছেন। তারা কর্মসূচি দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন।

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও হাবিবুর রহমান মিলন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ক্যাম্পে নিয়ে সাংবাদিককে পেটালেন বিজিবির সিও

আপডেট সময় ১১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক আজিজুল হককে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে পিটিয়েছেন বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ। নির্যাতিত আজিজুল অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের বেনাপোলস্থ স্টাফ করেসপন্ডেন্ট।

আজিজুল হক জানিয়েছেন, বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশ প্রবেশ শিরোনামে বাংলানিউজে বৃহস্পতিবার (৩ আগস্ট) খবর প্রকাশিত হয়। এতে চেকপোস্টে দুই দেশের নিরাপত্তার ধরন তুলে ধরেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও কাস্টমস কর্মকর্তারা ওপারের প্রবেশদ্বারে সার্বক্ষণিক দায়িত্ব পালন করলেও বাংলাদেশের প্রবেশদ্বারগুলো পাওয়া যায় সম্পূর্ণ অরক্ষিতভাবে। বিজিবি সদস্যদের সেখানে নিরপত্তার দায়িত্বে থাকার কথা থাকলেও তারা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। এ সব বিষয় ওই রিপোর্টে তুলে ধরা হয়।

রিপোর্ট প্রকাশ হলে ওইদিন (বৃহস্পতিবার) বিকেলেই ক্যাম্প কমান্ডার আব্দুল ওয়াহাব তাকে সিও দেখা করতে বলেছেন বলে ডেকে পাঠান। এ সময় আজিজ তার কাছে সব ধরনের তথ্য-প্রমাণ রয়েছে বললে পরে আবার দেখা করতে বলেন। সে অনুযায়ী শুক্রবার (৪ আগস্ট) আইসিপি বিজিবি ক্যাম্পে অন্য একজন সাংবাদিকসহ গেলে তাকে চলে যেতে বলে আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-লাথি মারেন লে. কর্নেল আরিফ। পরে তুই-তোকারি করে চলে যেতে বললে চলে আসেন আজিজ। আজিজের শরীরে বুটের লাথির চিহ্ন, আঘাতের দাগ রয়েছে হাতেও।

এ বিষয়ে লে. কর্নেল আরিফ সাংবাদিকদের বলেন, আজিজুল হক যে রিপোর্ট করেছেন সেটা ঠিক নয়। ওনাকে ক্যাম্পে ডেকে বিষয়টি জিজ্ঞেস করা হয়েছিলো, কোনো রকম মারধর করা হয়নি। এ দিকে নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বেনাপোল ও যশোরের সাংবাদিকরা। বেনাপোলে কর্মরত সাংবাদিকরা এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক সভায় বসেছেন। তারা কর্মসূচি দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন।

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও হাবিবুর রহমান মিলন।